চান্দগাঁওয়ে ১০ অবৈধ যানবাহন জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:৫৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ১০টি অবৈধ যানবাহন জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। গতকাল মোহরা ট্রাফিক পরিদর্শক (টিআই) মোশাররফ হোসেন অভিযান চালিয়ে ১০ যানবাহন জব্দ করেন।

মোশাররফ হোসেন বলেন, ১০ যানবাহনের মধ্যে ৯ টি গ্রাম সিএনজি ট্যাক্সি এবং একটি ব্যাটারি চালিত রিকশা রয়েছে। পরে যানবাহনগুলোকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে সিটি রেড ক্রিসেন্ট কার্যকরী পর্ষদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধছয় জনকে ২৬ হাজার টাকা জরিমানা