নগরের চান্দগাঁওয়ে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামে এক নারী মারা গেছেন। গতকাল রোববার সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। সালমা শমসের পাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ। জসিম একটি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত আছেন। আগে চান্দগাঁও বাস টার্মিনালের সামনে স্বাধীনতা পার্কের ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন। নিহত সালমার বাবার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, সাংসারিক বিভিন্ন বিষয়ে ঝগড়ার মধ্যে জসিম তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। স্থানীয় লোকজন ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর জসিমকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।











