চান্দগাঁওয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ

| শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চান্দগাঁও ওয়ার্ডে ৫০ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে পাকবাহিনী। সেই শহীদদের শ্রদ্ধা জানিয়েছে চান্দগাঁও থানা আওয়ামী লীগ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু। প্রধান বক্তা ছিলেন ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী। বক্তারা শহীদের স্মরণে এলাকায় স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে জানান। উল্লেখ্য, চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে মাসব্যাপী বিজয় দিবস কর্মসূচির ২৪তম দিন ছিল গতকাল। পুরাতন চান্দগাঁও থানার সামনে শহীদ বেদীতে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ডা. মো. জামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন অরুন চন্দ্র বণিক। বিশেষ অতিথি ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এডভোকেট আইয়ুব খান, সাইফুউদ্দিন খালেদ সাইফু, নিজাম উদ্দিন, ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, এডভোকেট সরজু ভট্টাচার্য। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন সুজিত দাশ অপু। এ সময় উপস্থিত ছিলেন ফওজুল আজিম, প্রনব রাজ বড়ুয়া, মো. সিরাজুল আজম, মো. জাবেদ, সৈয়দ গোলাম আয়াজ, শহিদুল আলম অপু, সুজিত চৌধুরী মিন্টু, সমীরন পাল, হানিফুল ইসলাম, ঝুমুর, শিউলী আক্তার, মো. হোসেন, শহীদ পরিবারের সদস্য মোজাম্মেল হক, বিপ্লব আচার্য্য, গিয়াস উদ্দিন খান, অঞ্জন আচার্য্য, রাজু ধর, অধ্যক্ষ রিক্তা বড়ুয়া ও কোহিনুর আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সহপাঠী বন্ধু ফোরাম ৯৪’ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধ‘হেলথ কেয়ার হিরো’ সম্মাননা পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া