চান্দগাঁওয়ে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই

কর্মচারীকে কুপিয়ে আহত, জড়িত দুই ছিনতাইকারী আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকায় রফিক আহমেদ নামে এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে ওই ব্যবসায়ী ও তার কর্মচারী শাহ আলমকে কোপানোর চেষ্টা করে। শাহ আলম আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

জানা গেছে, ব্যবসায়ী রফিক আহমদ আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য পরিবেশক প্রতিষ্ঠানের মালিক। গতকাল সকালে নগদ ২০ লাখ টাকা নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান রফিক আহমদ। তিনি ও কর্মচারী শাহআলম মিলে প্রতিষ্ঠানের গেইট খোলার সময় একদল দুর্বৃত্ত এসে রফিকের কাছ থেকে টাকার ব্যাগ কেড়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ওই শাহ আলম কুপিয়ে আহত করা হয়। পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা তাদের দিকেও কোপানোর চেষ্টা করে ও গুলি ছোঁড়ে। এসময় জনতা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। পরে পরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গত রাত সাড়ে ৯টায় আজাদীকে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র আমরা দুর্বৃত্তদের ধরতে অভিযান চালায়। দুইজনকে গ্রেপ্তার করি। রাতের মধ্যেই ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এর আগে দুপুরে ওসি সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমাদের ফাঁড়ির একটি দল ছিনতাইকারীদের ধাওয়া করে। সে সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধঅশান্ত নেপালের হাল ধরবেন কাঠমান্ডুর মেয়র?