নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বালির মহাল এলাকায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে। গতকাল রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন. নাওয়াল ট্রেডিংয়ের ম্যানেজার মো. আশরাফ এবং নুর মোহাম্মদ। জানতে চাইলে চান্দঁগাও থানার ওসি আফতার উদ্দিন বলেন, কালুরঘাট বালির মহাল এলাকায় একটি ঘটনা শুনেছি। আহতদের স্বজনদের থানায় আসতে বলেছি।