চান্দগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বাদশা চেয়ারম্যান ঘাটা এলাকার ওমর আলী মাতব্বর মসজিদের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর মধ্যে পারভেজ (৫) বাঁশখালী উপজেলার মো. ফরিদের ছেলে ও অন্যজন আশিক (৭) মহেশখালী উপজেলার শাহ আলমের ছেলে। তারা দুইজনই স্থানীয় আবুলের কলোনির ভাড়াটিয়া।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধএকটি ছোট কালভার্টের অভাবে…
পরবর্তী নিবন্ধসাবেক ইসি মাহবুব তালুকদারের ইন্তেকাল