চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে প্রায় ১৮০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে মধ্যম মোহরা ওসি মিস্ত্রি বাড়ি মালেক মঞ্জিল রোড টিনশেড সেমিপাকা ঘর থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত শাহ আলমের ছেলে মোঃ জামাল উদ্দিন (৫০) ও মৃত বাচ্চা মিয়ার ছেলে মোঃ মনছুর আহাম্মদ (৪২)। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) ধারায় চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।












