চান্দগাঁওয়ে দূষণ রোধে পরিবেশ উন্নয়ন পরিষদের স্মারকলিপি

| সোমবার , ২৮ জুন, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

পরিবেশ উন্নয়ন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে চান্দগাঁও এলাকায় দূষণ রোধে গতকাল রবিবার চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বণিক, সহ-সভাপতি জাহাঙ্গীর কোম্পানি, এম লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আব্বাস, অর্থ সম্পাদক মো. ইমরান, সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ আচার্য, সদস্য মো. পারভেজ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বক্তারা বলেন, চান্দগাঁও এলাকার কালো পানির কারণে এলাকার পুকুর, জমি, নালাসহ ব্যবহারের সব কিছুতেই দূষিত পানি মিশে এলাকায় চরম ক্ষতি সাধন হচ্ছে। পলিথিন সহ অন্যান্য দূষিত বর্জ্য ব্রাহ্মনসাই খালে পড়ে খালের পানি দূষিত হচ্ছে। শুধু তাই নয় এই কালো পানি হালদা এবং কর্ণফুলীতে পানির সাথে মিশে হালদার পানিকে বিষাক্ত করে তুলেছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে পরিবেশের মারাত্ম বিপর্যয় ঘটবে। এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক বলেন, জরুরি ভিত্তিতে উক্ত এলাকা পরিদর্শনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হবেন। পরিদর্শনকালে উক্ত বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য পরিবেশ উন্নয়ন পরিষদের কর্মকর্তাদের কাছে তিনি অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ৩১ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাব অব চট্টগ্রাম কমার্শিয়াল সিটির সভা