চান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১২

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল বিসিক এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে ডাকাতির প্রস্তুতির সময় ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আরিফুর ইসলাম, মো. হেলাল, মো. আকাশ, মো. রাকিব, মো. মানিক, মো. আকবর হোসেন, মো. রবিউল হোসেন, মো. শফিকুল ইসলাম সুজন, মো. জাবেদ, নয়ন রায়, মো. ইমন চৌধুরী ও মো. ইসমাইল।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বিসিক এলাকার বেইস টেঙটাইল গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের পরিত্যক্ত বিল্ডিংয়ের নিচ তলায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিএনপি নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
পরবর্তী নিবন্ধনগরের দেয়ালগুলো আবারও রঙিন হলো জুলাই বিপ্লবের গ্রাফিতিতে