নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকা থেকে ছোরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার সময় সিএন্ডবি বিএফআইডিসি রোড সংলগ্ন ক্লিপটন কিট ফ্যাশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাইজুল ইসলাম (১৯) ও মোহাম্মদ সুজন (১৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, সিএন্ডবি বিএফআইডিসি রোড থেকে ২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তারা নগরীর বিভিন্ন জায়গায় ছিনতাই করে বেড়ায়। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।