চান্দগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলি

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন খতিবের হাট মোড়ে এ ঘটনা ঘটে।

দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার
পরবর্তী নিবন্ধমাইলস্টোন দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কাপ্তাইয়ের সন্তান উক্য চিং মারমা