চান্দগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন খতিবের হাট মোড়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন। তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল হোসেন টেম্পু গ্রুপ ও শহিদুল ইসলাম বুইস্‌সা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে একপক্ষ প্রকাশ্যে গুলি করে বলে স্থানীয়দের বরাতে জানা গেছে। এতে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই ঘটনায় জড়িত তা পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি আফতাব উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবহদ্দারহাট কাঁচাবাজারে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান