চান্দগাঁওয়ে ৬ লাখ টাকার গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ১২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের ৩৯ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭। বুধবার (৯ জুলাই) বিকেলে পৌনে ৫টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে র‍্যাব ০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার ৪ জন হলেন-পটিয়া উপজেলার সাগর সর্দার (৩৮), মোঃ শাহাদাত হোসেন রিপন (৩৬), বোয়ালখালী উপজেলার রুবেল সর্দার (৩৪) এবং কুমিল্লা চৌদ্দগ্রামের মোঃ জাফর (৪৫)।

র‍্যাব জানায় গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে ৩৯ কেজি গাঁজা জব্দ করা। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত