চান্দগাঁওয়ে হেলে পড়েছে ৫ তলা ভবন

সামনের দেয়ালে ফাটলের সৃষ্টি ঝুঁকি নিয়ে ৯ পরিবারের বসবাস

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও এলাকায় একটি ৫ তলা ভবন হেলে পড়েছে। ভবনটি প্রায় দেড় ফুট হেলে পাশের ভবনের সাথে লেগে গেছে। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ কিংবা ফায়ার সার্ভিস ঘটনার ব্যাপারে কোন অভিযোগ পাননি বলে জানিয়েছে। ভবনটিতে ৯টি পরিবার বসবাস করে। তারা ঝুঁকি এবং আতংকে রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বড়ুয়া পাড়াস্থ বৌদ্ধ মন্দির সংলগ্ন ‘নবরত্ন’ ভবনটি হেলে পড়ে। তবে এটি প্রায় দুই মাস ধরে হেলে আছে বলেও ভবনে বসবাসকারীরা জানিয়েছেন। প্রায় ১৪ বছর আগে নয় ব্যক্তি জায়গা কিনে ভবনটি নির্মাণ এবং সেখানে বসবাস করছেন। প্রদীপ বড়ুয়া, ববিন বড়ুয়া, মিশন বড়ুয়া, বিকাশ বড়ুয়া, শিখা বড়ুয়া, সুমি বড়ুয়া, মঞ্জু বড়ুয়া, মিনু বড়ুয়া ও জিসু বড়ুয়ার মালিকানাধীন ভবনটি হেলে পড়ার কথা স্বীকার করলেও কোন ইঞ্জিনিয়ার দিয়ে সেটা গতকাল পর্যন্ত দেখানো হয়নি বলে জানান ভবন মালিকদের কয়েকজন। ভবনটির কেয়ারটেকার বলেছেন বছর খানেক ধরেই ভবনটি একইভাবে রয়েছে। ধারণা করা হচ্ছে কোন ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটির সামনের দেয়ালে অসংখ্য ছোট ছোট ফাটলের সৃষ্টি হয়েছে।

নবরত্ন ভবনটি হেলে পাশের প্রবাসী সুমন বড়ুয়ার বিল্ডিংয়ের সাথে লেগে রয়েছে। এতে সুমন বড়ুয়ার বিল্ডিংয়ে বসবাসকারী পরিবারগুলোর মাঝে আতংক বিরাজ করছে। তাদের আশংকা ভবনটি আরো হেলে গেলে তাদের ভবনেরও ক্ষতি হবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চান্দগাঁও থানা পুলিশ এবং কালুরঘাট ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে তারা কোন অভিযোগ পাননি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে অভিযোগ পেলে সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসে সিএন্ডএফ এজেন্টের ২ ঘণ্টা কর্মবিরতি
পরবর্তী নিবন্ধঅর্থপাচার নিয়ে ঝাঁঝালো তারানা, লিটনের প্রশ্ন, আলোচনাটা কীসের?