চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী আটক

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ছিনতাইকারীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন -চান্দগাঁও থানার কাজীর হাট এলাকার মৃত আবু তালেবের ছেলে মোঃ জব্বার (৫২) এবং চর রাঙ্গামাটিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে আরমান উদ্দিন নিশাত (২০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় মদ্যপানে একজনে মৃত্যু
পরবর্তী নিবন্ধপেকুয়া থেকে অপহৃতকে উদ্ধার করতে গিয়ে আরও ২ ভিকটিম উদ্ধার