চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার লাকসাম থানার পশ্চিম গাঁও গ্রামের মনির হোসেনের ছেলে শাহিন কবির (২৭) ও চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার আলী আজম খাঁনের ছেলে জাওয়াদুল করিম খাঁন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তার দুইজন ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাই বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে
পরবর্তী নিবন্ধডালিয়া নাছিরের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত