চান্দগাঁওয়ে ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৪৬ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তর করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে মৌলভী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকল সোমবার বিষয়টি গণমাধ্যমকে জানায় চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার মো. খোকন (৩৫) কুমিল্লা জেলার মুরাদনগর থানার পালাসূতা এলাকার হাশেম মেম্বার বাড়ির নুরুল ইসলামের ছেলে। চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গত রবিবার রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটের দিকে চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা ছিল।

পূর্ববর্তী নিবন্ধউৎসবে-আনন্দে হবিগঞ্জে হামজা চৌধুরীকে বরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, সরকারি সম্পদ উদ্ধার