চান্দগাঁওয়ে ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নগরীতে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, রাজিব মজুমদার (২২) ও সাজ্জাদ (২৫)। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে পেনাল কোড মামলা আসামি ছিতনাইকারী চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা পেশাদার ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ভ্যান প্রদান
পরবর্তী নিবন্ধতারুণ্যের উৎসব উপলক্ষে উঠান বৈঠক