নগরের চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের লিডারসহ ছিনতাই চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সবার নামে থানায় একাধিক মামলা রয়েছে। এদের পেশাই হলো মানুষকে ভয় দেখিয়ে চুরি ছিনতাই করা। দীর্ঘদিন ধরে তারা এ ধরনের কাজ করে আসছে। গত বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। গতকাল বৃহস্পতিবার চান্দগাঁও থানা থেকে পাঠানো পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় অর্থাৎ গত বুধবার বিকাল থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেপ্তার ৬ জন। সিএমপি অধ্যাদেশের গ্রেপ্তার ৩ জন। জুয়াড়ি গ্রেপ্তার ৩ জন। নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার একজন। সর্বমোট ১৩ জন আসামিকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই চক্রের গ্রেপ্তাররা হলেন, মো. দিদার (৩২), মো. রায়হান উদ্দিন জাবেদ, মো. আরমান প্রকাশ ছনু মিয়া (২৫), মো. সাকিব, মো. তাহসিন প্র. রিপন প্র. জিকু, মো. সুমন, আব্দুল খালেক (৩৮) ও মো. রিয়াজ (৩২)।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, ছিনতাই চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জিকু হলো ছিনতাইকারীদের লিডার।
সে কথায় কথায় মানুষকে চাকু মেরে দেয়। দীর্ঘদিন সে এ অপকর্ম করে আসছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারো বিরুদ্ধে ৭/৮টা মামলাও রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন গ্রেপ্তার হয়েছে চান্দগাঁও থানায়।