নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গত বৃহস্পতিবার শামসুল আলম নামে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার (গতকাল) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাদী শামসুল আলমের চুরি হওয়া মোটরসাইকেলসহ আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।