নগরের চান্দগাঁও এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন। ধৃতরা হলেন মো. আরিফ (২০), মো. সুমন (৩০), মো. রুবেল প্রকাশ রবিন (২৭) এবং জাকির হোসেন (২৮)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আফতাব উদ্দিন।