চান্দগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার

ধলঘাটে লুণ্ঠিত মোবাইল ও নগদ টাকা উদ্ধার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

পটিয়ার ধলঘাটে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের মূল হোতাকে তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। মো. লুৎফর রহমান (২৮) নামে ওই ডাকাতকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন এ/পিপশ্চিম ফরিদার পাড়ার (রাব্বিদের বাসা, মল্লা পুকুর পাড়) একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ডাকাত লুৎফুর হবিগঞ্জ জেলার লাখাই থানার করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামের (বড় মসজিদের পাশে) মো. শহিদ মিয়ার পুত্র এবং আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ এ সময় তার কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্যামসাং এ১৬ মডেলের এন্ড্রয়েড মোবাইল ফোন, সিম্পনী এ৩০ মডেলের একটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করে। জানা গেছে, গত ২৬ এপ্রিল পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরায় (তারান শরিফের নতুন বাড়ী) রাত ৩টায় মো. নিজাম উদ্দিনের ঘরে ডাকাতি সংগঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যাঞ্চল সংগীত নিকেতনের বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধফেনী নদীতে ভাসছিল রাঙ্গুনিয়ার যুবকের লাশ