নগরীর চান্দগাঁওয়ের কালুরঘাট থেকে আত্মসাৎকৃত তিন হাজার ৬০০ কোণ সুতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. আব্দুল গফুর, মো. শহিদুল ইসলাম ও মো. বেলাল। গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমেরিকান অ্যান্ড ইফার্ড বিডি লিমিটেড ওয়ার হাউজ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামীম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে প্রতিষ্ঠানটির আট হাজার ২৯৩ কোণ সুতা আত্মসাতের অভিযোগ আনা হয়। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আত্মসাৎকৃত সুতার মধ্য থেকে তিন হাজার ৬০০ কোণ সুতা উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।