চান্দগাঁওতে নিখোঁজ জহুরের লাশ কর্ণফুলীর পুকুর থেকে উদ্ধার

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৮:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকা থেকে নিখোঁজের একদিন পর মো. সালেহ জহুর (৪৬) নামক এক ব্যক্তির লাশ কর্ণফুলীর এক পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার শিকলবাহা জামাল পাড়ার এক পুকুর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ও শিকলবাহা পুলিশ ফাঁড়ি আইসি এসআই মো. মোবারক হোসেন।

জানা যায়, মৃত সালেহ জহুর কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহার সালেহ হুজুর সওদাগর নতুন বাড়ির মৃত মো. ইসমাইলের ছেলে। তিনি কেএসআরএম কোম্পানিতে গাড়ির মেকানিক হিসেবে চাকরি করতেন।

শিকলবাহা পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোবারক হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। আমি এখনো স্পটে আছি।’

ঘটনার সূত্রে জানা গেছে, মো. সালেহ জহুর গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি ভারি শিল্প এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হন।

এ ঘটনায় তাঁর স্ত্রী আয়েশা আক্তার স্বামী নিখোঁজের খবর জানিয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর-৭৯৯/২৪।

নিখোঁজ ডায়েরি তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই হৃদয় মাহমুদ লিটন বলেন, ‘আমি নিখোঁজ ব্যক্তির মোবাইল লোকেশন দেখে তখনই তাঁর স্ত্রীকে জানিয়েছিলাম কর্ণফুলীর শিকলবাহায় খোঁজ নিতে এবং ওদিকে কোন আত্মীয় আছে কিনা। যদিও সে সিএন্ডবি এলাকায় চাকরি করতেন। একটু আগে জানলাম তাঁর লাশ পাওয়া গেছে।’

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জহির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

পুলিশ তদন্ত করছে নগরীর সিএন্ডবি এলাকা সে কিভাবে সে কর্ণফুলী এসে পুকুরে মারা গেলেন।

পূর্ববর্তী নিবন্ধযাত্রী সেজে প্রবাসীর ৫ লাখ টাকা ছিনতাই, মলমপার্টির সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধটেকনাফে আশ্রয় নিল মিয়ানমার নিরাপত্তা বাহিনীর আরও দুই শতাধিক সদস্য