নগরের চান্দগাঁও থেকে অপহৃত এক কিশোরীকে চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারীকেও। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি দফাদার বাড়ি এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে মাহমুদুল ইসলাম মিরাজ (২০)। নগরের কোতোয়ালী থানার ল্যাবরেটরি স্কুল এলাকায় বসবাস করতেন। গত শনিবার চান্দগাঁও থানার পশ্চিম ফরিদারপাড়া এলাকার মোহাম্মদ দেলওয়ার হোসেনের ১৪ বছরের কিশোরী কন্যাকে অপহরণ করেন তিনি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।