আগামী ১৫ জুলাই মহানগর স্বেচ্ছাসেবক লীগের চান্দগাঁও থানা ও সংশ্লিষ্ট ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষে নগরীর পুরাতন চান্দগাঁও থানার মমতাজ হলে বুধবার (৫ জুলাই) চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ ও ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দেও সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক সরফরাজ চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি মিনহাজুল আবেদীন সায়েম এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু। সভায় চান্দঁগাও থানা ও সংশ্লিষ্ট ওয়াডের্র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











