চাটগাঁইয়্যা নওজোয়ানের শোক সভা

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

চাটগাঁইয়্যা নওজোয়ানের সদ্য প্রয়াত সদস্য নাসির উল আলমের শোক সভা গত ২৮ ফেব্রুয়ারি জামালখান চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেলের তত্ত্বাবধানে এবং মো: মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সহ সভাপতি জাফর ইকবাল, এস এম শাহজাহান, ইকবাল হোসেন, গিয়াস উদ্দিন, তাহের মিয়া, ইলিয়াস ইলু, জসিম উদ্দিন, শামসুল হায়দার তুষার, আনোয়ার হায়দার রাজিন, এ আর বাবলু, এডভোকেট আব্দুল জলিল, প্রয়াত নাসির উল আলমের পুত্র মুহিদুল আলম তামিম।

অনুষ্ঠানের শুরুতেই চাটগাঁইয়্যা নওজোয়ানের সকল প্রয়াত সদস্যদের উদ্দেশ্যে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মিসকিনশাহ দরগাহের পেশ ইমাম মাওলানা আবুল কাশেম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে স্কাউটস এর সমাবেশ ও তাঁবু জলসা