চাচার পরিকল্পনায় ভাতিজাকে অপহরণ, পরে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অপহৃত বেলাল উদ্দীনকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গুলিসহ অস্ত্র ও কিরিচ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন, হ্নীলার রঙ্গীখালীর ফকির মিস্ত্রির ছেলে আবছার উদ্দিন (৩৩), আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া ইউপির দক্ষিণ শীলখালীর মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)। তিনি বলেন, বেলালের চাচা আমীর আহমদ (৫৫) সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ১৪ অক্টোবর রাতে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করেন। অপহরণকারীরা প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করে। সর্বশেষ বুধবার বিকেলে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে বেলালকে উদ্ধার করা হয়। এসময় প্রথমে মুক্তিপণ নিতে আসা দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তথ্য নিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারী আমীর আহমদকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মূলত স্থানীয় কিছু অপরাধীসহ রোহিঙ্গা ডাকাতরা পাহাড়ে অপহরণ বাণিজ্য গড়ে তুলেছে। পাহাড়ি অপরাধীদের ধরতে খুব দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পুলিশের গোয়েন্দা নজরদারিসহ অভিযান জোরদার রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশমসের মবিন চৌধুরী আটক
পরবর্তী নিবন্ধস্থবির তিন পার্বত্য জেলা পরিষদ