চাক্তাইয়ে চাঁদাবাজি বন্ধে সিএমপি কমিশনারকে স্মারকলিপি

| সোমবার , ১ আগস্ট, ২০২২ at ১১:৪০ পূর্বাহ্ণ

ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চাক্তাইয়ে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি থেকে মুক্তি পেতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বরাবর স্মারকলিপি দিয়েছেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নেতারা। সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, চাক্তাই এলাকার নিজাম উদ্দিন প্রকাশ গাঁজা কাজলের নেতৃত্বে তথাকথিত ট্রাক শ্রমিক নামধারী চিহিৃত সন্ত্রাসীরা ১৯৯৮ সালে চাঁদাবাজি শুরু করে। পরবর্তীতে চাঁদাবাজদের বিরুদ্ধে হাই কোটে রিট মামলা করা হয়।

মামলার প্রেক্ষিতে মহামান্য হাই কোটের নির্দেশে বিগত ২০০৩ চাঁদাবাজি বন্ধ হয়। তবে অতি গোপনে সে সময় সন্ত্রাসীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায়। ইতিমধ্যে ২০২১ সাল থেকে চাঁদাবাজরা বিভিন্ন সন্ত্রাসীর সমন্বয়ে সংঘটিত হয়ে পুনরায় প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এ ভাবে কয়েকদিন নীরব থেকে আবারো চাঁদাবাজি শুরু করে তারা।

গত ৬ জুলাই চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির কয়েকজন নেতা ও অফিস সচিবের বিরুদ্ধে একটি ‘মিথ্যা’ সিআর মামলা করে চিহ্নিত চাঁদাবাজরা। এরপ্রেক্ষিতে গত ২৩ জুলাই সমিতির কার্যালয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক ‘মিথ্যা’ মামলা নিঃশর্তে প্রত্যাহার ও ব্যবসায়ীদের নিকট প্রকাশ্য ক্ষমা না চাইলে চাক্তাই এলাকায় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

পূর্ববর্তী নিবন্ধডিশ অপারেটর হত্যার বিচার চেয়ে পরিবারের মানববন্ধন
পরবর্তী নিবন্ধযুব সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিতে হবে