চাক্তাইয়ে ৩০০ বস্তা ডিএপি সার জব্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নগরীর চাক্তাইয়ের ভেড়া মার্কেট পাক্কা পুল এলাকা থেকে ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে বাকলিয়া থানা পুলিশের একটি দল সারের বস্তাগুলো জব্দ করে। এ ঘটনায় গতকাল মেট্রোপলিটন কৃষি অফিস পাঁচলাইশের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার শাহ আলম সওদাগর নামের একজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, আমরা জানতে পেরেছি যে, সারগুলোর মালিক শাহ আলম সওদাগর নামের এক ব্যক্তি। তিনি ভেড়া মার্কেট পাক্কা পুলের সামনে অর্থাৎ তার গোডাউনের সামনে ট্রাকসহ মজুদ করেন। নগরীর মাঝিরঘাট বিসিআইসিসির সার ডিলারদের কাছ থেকে ক্রয় করে এসব সার তিনি তার গোডাউনের সামনে নিয়ে আসেন। তিনি সারের ব্যবসায়ী নন। তিনি একজন কেমিক্যাল ব্যবসায়ী। সারগুলোর কোনো বৈধতা পাওয়া যায়নি। আমরা এ বিষয়টি কৃষি অধিদপ্তরকে জানিয়েছি। একপর্যায়ে অধিদপ্তরের লোকজন থানায় আসেন। পাঁচলাইশ কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এ ঘটনায় শাহ আলম সওদাগরের বিরুদ্ধে একটি এজাহার দিয়েছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ওসি বলেন, আমরা শাহ আলম সওদাগরকে পাইনি। ঘটনাস্থলে তিনি ছিলেন না।

পূর্ববর্তী নিবন্ধআপিল-ডেথ রেফারেন্সের শুনানি শেষ, রায়ের অপেক্ষা
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের দায়িত্বে টবি ক্যাডম্যান