চাক্তাই ট্রাক শ্রমিক কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

চাক্তাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সমপ্রতি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ চৌধুরী। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শ্রমিক কল্যাণে সমিতির কার্যক্রম আরও শক্তিশালী করতে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির পদাধিকারীরা হলেন সভাপতি মো. লেদু (জেবল হোসেন), সহসভাপতি মো. মাহাবু, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সহসম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মোহাং রুবেল, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, কার্যকরী সদস্য মো. . হালিম ও মো. আবুল হোসেন। অনুষ্ঠানে প্রস্তাবিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন, মো. সাইফুল ইসলাম সেলিম ও নুরুল হক। এ ছাড়া আড়ৎদার সাবেক সভাপতি আহসান হোসেন পারভেজ নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রমিকদের স্বার্থরক্ষায় সমিতির কার্যক্রম আরও ব্যাপক আকারে বিস্তৃত হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক আলী আজগর (হারুন) এবং স্থানীয় রাজনীতিবিদ জাকির, দেলোয়ার ও ইদ্রিচ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু কালাম আজাদ (মুন্সী) এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে পণ্য মূল্য সহনশীল রাখতে ও কালোবাজারি প্রতিরোধে ব্যবসায়ীদের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা ক্ষেতমজুর সমিতির প্রতিবাদ সভা