চাক্তাই খালে নিখোঁজ শিশুর লাশ মিলল রাজাখালী খালে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

নগরীর চাক্তাই খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোর ৬টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে আধা কিলোমিটার দূরের রাজাখালী খাল থেকে আট বছর বয়সী ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। উদ্ধারের পর লাশ চমেক হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ বৃহস্পতিবার পর্যন্ত তার লাশ রেখে স্বজনের জন্য অপেক্ষা করা হবে। স্বজনদের খোঁজ পাওয়া না গেলে অন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধারকৃত শিশুর নাম পরিচয় জানা যায়নি। তবে চাক্তাই খালে নিখোঁজ হওয়া শিশুটিই হচ্ছে রাজাখালী খালে উদ্ধার হওয়া শিশু। এ বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নতুন ফিশারি ঘাট সংলগ্ন চাক্তাই খালের স্লুইচ গেইট সংলগ্ন পানিতে সাঁতার কাটার সময় শিশুটি তলিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। তখন তাকে উদ্ধারের চেষ্টাও করা হয়। কিন্তু সম্ভব হয়নি। স্রোতে তলিয়ে যায় সে।

আগ্রাবাদ ফায়ার সাার্ভিসের সাব অফিসার জসিম উদ্দিন আজাদীকে বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর খোঁজাখুঁজি করেছি। ডুবুরি দলও খোঁজ করেছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে আজকে (গতকাল) ভোরে ঘটনার ১৪ ঘণ্টা পরে তার লাশ উদ্ধার হয়েছে। ঘটনার সময়ও তার পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের পরও তার কোনো স্বজন পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের ভাটিয়ারিতে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত
পরবর্তী নিবন্ধইয়াবা কারবারি শাহজাহান আনসারীর সম্পদ জব্দের নির্দেশ