চাক্তাই আইডিয়্যাল গ্রামার স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

চাক্তাই আইডিয়্যাল গ্রামার স্কুলে গত ২৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হলো স্বাধীন বঙ্গবন্ধু কর্নার। বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈমঊদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, কাউন্সিলর হাজী নুরুল হক, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, শওকত হোসেন।
শিক্ষিকা শামীম ফাতেমা মুন্নীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন দীপংকর চৌধুরী কাজল, আবু মো. ইউসুফ, ধীমান দাশ গুপ্ত, প্রশান্ত ভট্টাচার্য, আজিজুল ইসলাম, তপন চৌধুরী মিঠু, শওকতুল ইসলাম দুলাল, সামশুল আলম, বেলাল হোসেন, মীর আহমদ সওদাগর, উত্তম নাগ, মো. সালাউদ্দিন, ওমর ফারুক বাবুল, হারাধন চৌধুরী, আক্তার কামাল, মামুনুর রশিদ, মো. সেলিম, আব্দুল হাকিম খোকন, মান্না বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, এমদাদুল হক রায়হান, সুজিত সেন, উজ্জ্বল বিশ্বাস, ফখরুল আরেফিন দিহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে এভারকেয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধসিআইইউতে বাণিজ্যিক সালিশি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার