চাকা ও এক্সেল ভেঙে পিকআপ পড়ল পথচারীর ওপর

দুই শিক্ষার্থীসহ আহত ৫

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সবজি বোঝাই করা একটি পিকাপের চাকা ও এক্সেল ভেঙে স্কুল শিক্ষার্থীসহ ৫ পথচারী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চট্টগ্রামখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জামাল কোরআন গেইটের সামনের এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে মো. সিয়াম, মো. ইয়াসিন, নেওয়াজ উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হলেও ৯ম শ্রেণীর শিক্ষার্থী মো. বাবু ও মো. রিয়াজ (১৬) কে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে২জন স্কুল শিক্ষার্থী বাই সাইকেল নিয়ে একসাথে যাওয়ার পথে এবং অন্যরা রাস্তার পাশ দিয়ে দিয়ে হেটে যাওয়ার সময় পিকাপ টি তাদের শরীরের উপরে গিয়ে পড়ে। এতে কেউ হাতে কেউ পায়ে এবং শরীরের বিভিন্নস্থানে তাদের আঘাত হয়।

আহত স্কুল শিক্ষার্থী বাবুর বাবা এবং রিয়াজের চাচা নুরুল আলম বলেন, তারা দুজন স্কুলে প্রাইভেট পড়া শেষে বাই সাইকেল নিয়ে একসাথে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। তাদের দুজনকে বর্তমানে চট্টগ্রামে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, আহতদের মধ্যে ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তন্মধ্যে একজনকে চমেকে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, সবজি বোঝাই পিকআপের এক্সেল ভেঙে ঘটনা ঘটেছে। গাড়িটি আটক করা হয়েছে। পরবর্তীতে আহতদের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার যুবক কারাগারে
পরবর্তী নিবন্ধ২০ বছরের পুরোনো বাস ট্রাক রাস্তা থেকে প্রত্যাহার চায় পরিবেশ মন্ত্রণালয়