চাকসুর সাবেক জিএস গোলাম জিলানীর স্মরণসভা

চবি প্রতিনিধি | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম জিলানী চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে এবং কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. এম বদিউল আলম।
সভায় বক্তব্য রাখেন সাবেক চবি উপাচার্য অধ্যাপক ড. এম. বদিউল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি সিদ্দিক আহম্মেদ চৌধুরী, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর, প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, চাকসুর সাবেক ভিপি ও সিনেট সদস্য এস এম ফজলুল হক, চাকসু ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিন, চবিসাসের সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।
চাকসু সাবেক ভিপি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, জিলানী ছিলেন সরল ও নির্লোভ মানুষ। নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। যুদ্ধের পর ছাত্র রাজনীতিতেও তিনি সোচ্চার ছিলেন। বর্তমান ছাত্র রাজনীতির জন্য গোলাম জিলানীর জীবন হতে পারে একটি আদর্শ। সভায় বক্তারা বলেন, জিলানী সহজ সরল ও প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। এ ধরণের ক্ষণজন্মা পুরুষ বাংলাদেশের রাজনীতিতে বিরল। চাইলে তিনি এমপি-মন্ত্রী হতে পারতেন। কিন্তু তিনি শুধু মানুষের ভালোবাসাই চেয়েছেন। মানুষকে আপন করে নেওয়ার এক অভাবনীয় গুণ ছিলো গোলাম জিলানীর। তিনি কখনো তার আদর্শের সঙ্গে আপস করেননি।

পূর্ববর্তী নিবন্ধমো. আলী ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে সাদার্ন ভার্সিটিতে বিজয় দিবস উদযাপন