চাকসুর গঠনতন্ত্র অনুমোদন, প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর

শীঘ্রই হতে পারে তফসিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংশোধিত গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদন হয়েছে। এতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভোটার ও প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর রাখা হয়েছে। এছাড়া সংসদের মেয়াদকাল ১ বছর ও কার্যনির্বাহী কমিটি ২৮ সদস্যের করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেটে এ গঠনতন্ত্র অনুমোদন করা হয়। চাকসুর কার্যনির্বাহী কমিটিতে মোট ২৮টি পদের মধ্যে ২৩টি কার্যকরী এবং ৫টি নির্বাহী সদস্য পদ। পুরোনো গঠনতন্ত্রে পদসংখ্যা ছিল ১৮টি। তখন নির্বাহী সদস্য ছিল ১০ জন। নতুন কাঠামোয় নির্বাহী সদস্য সংখ্যা অর্ধেকে কমিয়ে আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শিক্ষার্থীদের চাহিদা, অধিকার ও সমস্যা সামনে তুলে ধরা এবং সেগুলোর সমাধান প্রক্রিয়া গতিশীল করতেই কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্রে সময়োপযোগী বেশকিছু নতুন পদ যোগ করা হয়েছে। এর মধ্যেগবেষণা, প্রযুক্তি, স্বাস্থ্য, যোগাযোগ, দপ্তর ও ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহকারী সম্পাদক পদগুলো রয়েছে। তবে দপ্তর সম্পাদক পদটি পুরুষ এবং ছাত্রী কল্যাণ সম্পাদক পদটি নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। একই সঙ্গে ‘সমাজসেবা সম্পাদক’ও ‘উপসমাজসেবা সম্পাদক’ দুইটি পুরাতন পদ রূপান্তর করে করা হয়েছেসমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং সহসমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে।

জানা গেছে, নতুন সংশোধিত গঠনতন্ত্রে চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছেশিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে প্রস্তুত করা, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি ও বিকাশ করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিষয়ে কাজ করা। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা।

চাকসু ও হল সংসদের ভোটার বা প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে, যিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক, স্নাতকোত্তর, এম.ফিল বা পিএইচডি.ডি প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন, বিভিন্ন আবাসিক হলে অবস্থান বা হলের সাথে সংশ্লিষ্ট, দাপ্তরিকভাবে বার্ষিক সদস্যপদ ফি প্রদান করেছেন এবং তার বয়স তফসিল ঘোষণার দিন থেকে ৩০ বছরের অধিক নয়।

এ ছাড়া সান্ধ্যকালীন কোর্স, পেশাদার বা এক্সিকিউটিভ মাস্টার্স, ডিপ্লোমা, সার্টিফিকেট ও ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। একইভাবে, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও সংযুক্ত কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না। কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের মেয়াদকাল হবে শপথ গ্রহণের পর থেকে ১ বছর। মেয়াদান্তে উক্ত কার্যনির্বাহী কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকার বলে সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে যেকোনো একজন উপউপাচার্যকে সভাপতি হিসেবে মনোনীত করতে পারবেন। উপউপাচার্য না থাকলে একজন অধ্যাপককে মনোনীত করতে পারবেন। এ ছাড়া সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একজনকে কোষাধ্যক্ষ মনোনীত করবেন।

নির্বাচন বিধি : সভাপতি নিজে অথবা তার নিযুক্ত কোনো ব্যক্তি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন আয়োজন, তারিখ ও সময় নির্ধারণের দায়িত্বে সভাপতির ওপর ন্যস্ত থাকবে; সভাপতি চাকসু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি নির্বাচন কমিটি গঠন করবেন।

এ ব্যাপারে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু গঠনতন্ত্র আমি এখানো হাতে পাইনি। আগামী রোববার এটি হাতে পাবো। তারপর সভা ডেকে যতদ্রুত সম্ভব তফসিল ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএক বছরেও অনুমোদন মিলেনি ১ হাজার ৭৭৮ কোটি টাকার প্রকল্প
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করল হাইকমিশন