চাকসুর কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর যোগদান

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি গত ৩০ অক্টোবর এ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

চাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন চাকসু সভাপতি ও চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। এসময় চবি প্রক্টর ও সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি তরুণী এখন নওগাঁর গৃহবধূ, থাকতে চান বাংলাদেশে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে সিআইএমজি’র বার্ষিক মিলনমেলা