চাকসু নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ

চবি প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচনকে স্বচ্ছ ও নির্ভুল করতে এবার ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের ডেটাবেজে সব বিভাগের সব শিক্ষার্থীর ছবি ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এ প্রক্রিয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

চাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের নাম, রোল ও অন্যান্য তথ্যসহ ছবির বিষয়টি সব বিভাগে সঠিকভাবে আপডেট নেই। ফলে ছবিযুক্ত তালিকা প্রণয়নের ক্ষেত্রে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। তবে এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। জানতে চাইলে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, নির্বাচনকে সবদিক দিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ রাখার জন্য ভোটার তালিকায় ছবিযুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে সব ডিপার্টমেন্টের সব শিক্ষার্থীর পুরোপুরি তথ্য ও ছবি না থাকায় জটিল হয়ে পড়ছে। নির্বাচনের সময় যেহেতু আরও কিছুদিন আছে আমরা চেষ্টা চালিয়ে যাবো যাতে পদক্ষেপটা বাস্তবায়ন করা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ছবিযুক্ত ভোটার তালিকা করার চেষ্টা চলছে। ডেটাবেজে সব তথ্য না থাকায় বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আগামী ২৫ সেপ্টেম্বরের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

শিক্ষার্থীদের বড় একটি অংশ ছবিযুক্ত ভোটার তালিকার উদ্যোগকে স্বাগত জানালেও তারা প্রশাসনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন হলে একদিকে ভুয়া ভোটদানের সুযোগ কমবে, অন্যদিকে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাও বাড়বে।

স্যোসাল সাইয়েন্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, ছবিযুক্ত ভোটার তালিকা হলে অন্যের হয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। এতে শিক্ষার্থীরা নিশ্চিন্তে ভোট দিতে পারবে।

অন্যদিকে কিছু শিক্ষার্থী মনে করছেন, সময় অল্প থাকায় ছবিযুক্ত তালিকা তৈরি করা কঠিন হবে। তারা বলছেন, প্রশাসন যদি শুরু থেকেই কাজটি হাতে নিত, তবে এখন আর জটিলতা থাকতো না। সব মিলিয়ে, ছবিযুক্ত ভোটার তালিকা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা চাইছেন, নির্বাচন যেন হয় স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। তবে ডাকসু নির্বাচনের অভিজ্ঞতার আলোকে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে ১৪টি এলইডি স্ক্রিনে কার্যক্রম সরাসরি সমপ্রচার করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা : খসরু
পরবর্তী নিবন্ধভিপি জিএস এজিএস ছাড়া ভয়েস অব সিইউ প্যানেল ঘোষণা