চাকসু নির্বাচন চাই

| মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে চাকসু নামে পরিচিত। এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শিক্ষার মান, নেতৃত্ব প্রদান ও অধিকার সম্পর্কে তাদের মতপ্রকাশ করার জন্য। কিন্তু, অতি দুখের বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে এসব বিষয়ের কোনো কার্যকারিতা নেই। নেই কোনো প্রতিনিধি নির্বাচন। শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা ব্যক্ত করার সুযোগ নেই। বর্তমানে এটি একটি ভাতের হোটেল! তবে, মাঝে মাঝে এখানে ভাত খাওয়ার পরে দুধ চা পাওয়া যায়! শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এই সংসদটি ভাতের হোটেলে রূপান্তরে পিছনে অন্যতম দায় হলো ছাত্রলীগের গ্রুপবৃত্তিক রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদাসীন মনোভাব। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের নিকট নির্বাচনের মাধ্যমে এটিকে ফের সচল করার অনুরোধ।

মুহাম্মাদ রিয়াদ উদ্দিন

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধজীবনানন্দ দাশ : রূপসী বাংলার কবি
পরবর্তী নিবন্ধনিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন