চাকসু গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা চাকসু সংবিধান রিভিউ কমিটির আয়োজনে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপউপাচার্য (প্রশাসন) ও চাকসু সংবিধান রিভিউ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

এতে চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, . মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী,ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, রাষ্ট্রচিন্তার প্রতিনিধি, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিনিধি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংবিধান যুগোপযোগী করার লক্ষ্যে চাকসু সংবিধান রিভিউ কমিটির নিকট তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধচবি মাইক্রোবায়োলজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা