অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে পড়াশোনা করে ভালো একটি চাকরি করার। সেই স্বপ্ন নিয়ে পড়াশোনা করলেও উপযুক্ত কর্মক্ষেত্রের অভাবে জুটছে না চাকরি নামে সোনার হরিণটি।ফলে দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে। শিক্ষিত এসব বেকারদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এক শ্রেণির প্রতারক গোষ্ঠী চাকরির নামে প্রতারণার ফাঁদ পেতে বসেছে। বিশেষ করে ব্যাংক,বীমা,বিপনন, মার্কেটিং কোম্পানির নামে বেশি প্রতারণা করতে দেখা যায়। অনেক ওয়েবসাইটে ভুল ঠিকানা দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের চাকরির নামে ভুয়া বিজ্ঞাপন ছেপে, অসহায় বেকারদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার গ্রামাঞ্চলে পুলিশ, বিজিবি, সেনা, নৌ, বিমান বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিনিময়ে হাতে ধরিয়ে দেয় ভুয়া একটি নিয়োগপত্র। এমন প্রতারণার শিকার হয়ে অনেক পরিবারই তাদের শেষ সম্বলটি হারিয়ে নিঃস্ব হতে বসেছে। তাই এসব প্রতারণা থেকে বাঁচতে প্রত্যেক চাকরিপ্রার্থী ও অভিভাবকে সতর্ক থাকতে হবে। সেইসাথে চাকরির নামে সেসব ভুয়া ওয়েবসাইট বন্ধ সহ, প্রতারক চক্রদের আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ জাহিদুল হক, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।