চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। গতকাল শনিবার সাধারণ শিক্ষার্থী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এম. আবুল ফয়েজ মামুন বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সাথে সাথে চাকরির আবেদনের বয়সসীমাও বাড়ানো দরকার। কিন্তু, বাংলাদেশে তা হয়নি। বিশ্বের ১৬২টি দেশে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। অনেক দেশে তা উন্মুক্ত। বর্তমান শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একজন শিক্ষার্থীর পড়াশোনা শেষ করতে অনেক বয়স হয়ে যায়। এরপর চাকরির প্রস্তুতি নিতে নিতেই বয়সসীমা শেষ হয়ে যায়। তাই আন্তর্জাতিক মানদণ্ড মেনে বয়স সীমা বাড়িয়ে ৩৫ বছর করার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান। বক্তব্য রাখেন আহাদ হোসেন সামি,শাকিল,আনোয়ার কবির। উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, রুবেল,সারজিল,সরোয়ার সোহেল,রিজভী আহমেদ, ইমরানুল হক,জাহেদ করিম, মোত্তাকিন আহমেদ, নাজমুল হাসান, রিদুয়ানুল ইসলাম, আহমেদ বদরুদ্দোজা, রেহানুল ফাহামিন,সাইয়েদুল আমিন,রুহুল কুদ্দুস তালুকদার, ইফতেখারুজ্জামান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনে আমাদের কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধমহানবীকে (দ.) কটূক্তির প্রতিবাদে ইসলামিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল