চাকরিতে পুনর্বহালের দাবিতে টাইগারপাস সিটি কর্পোরেশনের (চসিক) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ৪০ জন প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী। পরে তারা চসিক প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। তাদের দাবি, ২০২১ সালের জানুয়ারিতে চসিকের তৎকালীন প্রশাসক খোরশেদ আলম তাদের চাকরিচ্যুৎ করেন।
স্মারকলিপিতে বলা হয়, তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতিপ্রাপ্ত ৪০ জন প্রতিবন্ধী ব্যক্তি হই। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় তারা ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন চসিকে। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার নির্দেশে নগরীর ৪১টি ওয়ার্ডের আওতায় ভিআইপি রোড, সরকারী অফিস, বিভিন্ন মার্কেট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশ–পাশে দিনের বেলায় ডাষ্টবিনে ময়লা–আবর্জনা ফেলার জন্য ২টি শিফটে দায়িত্ব পালন করেন তারা। চসিকের সাবেক প্রশাসকের নির্দেশে উপ–প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ২০২১ সালের জানুয়ারি থেকে তাদের ডিউটি এবং বেতন ভাতাদি কোন কারণ ছাড়াই বন্ধ করে রাখেন। পরবর্তিতে তারা বিষয়টি নিয়ে চসিকের তৎকালীন প্রশাসকের বাসভবনে দেখা করতে গেলে সেখানে কর্মরত চসিকের দায়িত্বরত সিকিউরিটি বের করে দেন। চসিকের পূর্ববর্তী প্রশাসকের কাছে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হন তারা। তারা বলেন, তৎকালীন প্রশাসক, মেয়র এবং মন্ত্রীসহ সকল দপ্তরে ধর্ণা দিয়ে কোন সুফল না পেয়ে অবশেষে হাইকোর্টের নজরে আনতে একটি রিট মামলাও দায়ের করেন তারা। হাইকোর্টের নির্দেশনার আলোকে এবং মানবিক দিক বিবেচনা করে বৈষম্যের শিকার চসিকের ৪০ জন গরীব অসহায় প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মীদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করার দাবি করেন তারা।