চাকরিচ্যুত মেজর জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া ওরফে জঙ্গি মেজর জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কাউন্টার টেররিজম ইউনিট। মেজর জিয়া লেখক অভিজিৎ হত্যা মামলাসহ দেশের আলোচিত বেশ কয়েকটি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বাকি অভিযুক্তরা হলেন- জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ ও সিরিয়াফেরত যোদ্ধা সাখাওয়াত আলী লালু, মোহাম্মদ শামীমুর রহমান প্রকাশ শামীম হুজুর, আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী মারুফ এবং আমজাদ হোসেন আরিফ।
গতকাল বুধবার আদালতের প্রসিকিউশন শাখায় তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন চার্জশিটটি দাখিল করেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। ২০২১ সালের ১১ জুন নগরীর দক্ষিণ খুলশীতে আহলে হাদিসপন্থীদের একটি মসজিদের সামনে থেকে লালখান বাজার এলাকার বাসিন্দা সাখাওয়াত আলী লালুকে জিহাদি বইসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকদিন পর আকবরশাহ’র ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ শামীমুর রহমান প্রকাশ শামীম হুজুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে উগ্রবাদ প্রচারের অভিযোগে খুলশী থানায় মামলাটি দায়ের হয়। চার্জশিটে বলা হয়, বাংলাদেশকে অস্থিতিশীল, অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার করছিলেন আসামিরা।
উল্লেখ্য, মেজর জিয়া মৌলভীবাজার জেলার বাসিন্দা। ২০১২ সালে অভ্যুত্থানের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাস্টারমাইন্ড সেলিমসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট
পরবর্তী নিবন্ধপবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ৭ নভেম্বর