চাকরি ফিরে পেতে ভিক্ষুকদের মানববন্ধন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে চাকরিচ্যুৎ অস্থায়ী ভিক্ষুকরা। এসময় তারা চাকরি ফিরিয়ে দিতে প্রশাসক খোরশেদ আলম সুজনের প্রতি অনুরোধ জানান। মানববন্ধনে অংশ নেয়া ভিক্ষুকরা বলেন, ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি ৪৭ জন ভিক্ষুককে ‘ভিক্ষুক পুনর্বাসন’ কর্মসূচির আওতায় ‘কর্মস্থলে কাজ নাই মজুরি নাই’ ভিত্তিতে সিটি কর্পোরেশনে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়। জানুয়ারি মাসে বেতন নিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বেতন দেয়নি এবং চাকরি নাই বলে জানায়। ভিক্ষুকদের প্রতিনিধিত্ব করা কামাল হোসেন জানান, চাকরি না থাকায় পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। কর্মস্থলে উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু একচেটিয়া চাকরি থেকে বের করে দেওয়া অমানবিক। আমাদের উপর দয়া করে চাকরি ফিরিয়ে দিন। তিনি বলেন, চাকরি ফিরে পেতে মানববন্ধন করেছি। পরে আসন্ন মেয়র, গণ্যমান্য ব্যক্তিদের কাছে যাব।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৯১, মৃত্যু একজনের