কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়ের করেছেন ফজলে করিম ইমতিয়াজ নামের এক যুবক। তিন আসামি হলেন, মো. হাসান, মো. কামাল হোসেন ও মো. কামাল উদ্দিন। গত ১৬ নভেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করা হয়। একপর্যায়ে থানা পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। বাদী ফজলে করিম ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ইমতিয়াজ কোতোয়ালীর বাটালি রোড এলাকার বাসিন্দা। গত ২৮ জুলাই চেরাগী পাহাড় এলাকার রুমা বিউটি পার্লারের সামনে আসামি মোহাম্মদ হাসানের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত ১ আগস্ট এস আলম কোম্পানিতে চাকরি দিবে মর্মে ইমতিয়াজের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করে হাসান।
কয়েক দিন পরে হাসান লাপাত্তা হয়ে যায় এবং ফোন বন্ধ করে দেয়। পরে হাসানের সাথে পুরাতন গির্জা এলাকায় দেখা হয় ইমতিয়াজের। প্রতারণার কথাটি বলতেই হাসান ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে অন্যান্য আসামিরাসহ ইমতিয়াজকে মারধর করে জখম করেন।