জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। হলফনামা তিনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এইচএসসি। হলফনামায় বাড়ি–দোকান ভাড়া বাবদ নিজ নামে বছরে আয় ১৩ লাখ ৬৯ হাজার ৫৮৪ টাকা। নির্ভরশীলদের নামে আয় দেখিয়েছেন ৪ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। নিজ নামে ব্যবসা থেকে আয় ৬ লাখ ৫০ হাজার টাকা।নির্ভরশীলদের আয় ২ লাখ ২০ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে নিজ নামে আয় দেখিয়েছেন ৭ লাখ ৯৬ হাজার ১০৮ টাকা। নির্ভরশীলদের আয় দেখিয়েছেন ১৯ লাখ ২৭ হাজার ৫১৮ টাকা। চাকরি থেকে বছরে আয় ১১ লাখ ৪ হাজার টাকা। সম্মানী ভাতা ২৩ লাখ ৬৯ হাজার ১৮৮ টাকা।
স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে রয়েছে ৭৪ লাখ ৭ হাজার ৯২০ টাকার অকৃষি জমি। তার স্ত্রীর নামেও রয়েছে ৪৭ লাখ ৭০ হাজার ২৫০ টাকা মূল্যের অকৃষি জমি। নিজ নামে দালানের মূল্য দেখিয়েছেন ২ লাখ ৮০ হাজার টাকা, স্ত্রীর নামে রয়েছে ৫ লাখ ৫০ হাজার দামের ৮টি টিনশেড দোকানঘর ও ৪০ লাখ টাকা মূল্যের টিনশেড গোডাউন। নিজের নামের ৪৮ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৫ কাঠা জমিসহ ৪তলা ভবন।
অস্থাবর সম্পত্তির মধ্যে তার নামে নগদে রয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬২৪ টাকা। স্ত্রীর নামে রয়েছে ২৮ লাখ ২৬ হাজার ৯৮৬ টাকা। নিজের নামে বৈদেশিক ১০ হাজার ৩২ দশমিক ৭ ইউএস ডলার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ৬১ লাখ ৬৭ হাজার ৩৯ টাকা। স্ত্রীর নামে ১০ লাখ ৫৮ হাজার ৮২ টাকা। কোম্পানিতে (বন্ড, ঋণপত্র, স্টক এঙচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়) শেয়ার রয়েছে নিজ নামে ১২ লাখ ৬০ হাজার টাকার। স্ত্রীর নামে রয়েছে ১২ লাখ টাকার। এফডিআর রয়েছে নিজের নামে ২ কোটি ৩৫ লাখ টাকার ও ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র।
স্ত্রীর নামেও এফডিআর রয়েছে ২ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৪৯১ টাকা এবং ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৩ লাখ ৪০ হাজার টাকার ডিপিএস। ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা দামের দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে তার। নিজের নামে ২৫ হাজার টাকার স্বর্ণালংকার রয়েছে। স্ত্রীর নামে দেড় লাখ টাকার স্বর্ণ আছে। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে নিজের ৩০ হাজার টাকার ও স্ত্রীর ১ লাখ টাকার। দুজনেরই ৮০ হাজার টাকার আসবাবপত্র। অন্যান্য খাতে তার নিজ নামে অস্ত্র ও ব্যবসায়িক মূলধন রয়েছে ২২ লাখ ১৩ হাজার ৯২৭ টাকার ও স্ত্রীর নামে ব্যবসায়িক মূলধন রয়েছে ৯ লাখ ৭ হাজার ৬১৩ টাকা।