লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের মাসিক সাধারণ সভা ও চাইনিজ মিড–আটম ফেস্টিভ্যাল–২০২৫ চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি লায়ন কাঞ্চন মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন মাহমুদা করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এ কাইয়ুম চৌধুরী, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, চায়না চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট উশেং জাং, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন মাহবুবুল হক খান, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিওন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅরডিনেট লায়ন মোর্শেদুল হক চৌধুরী, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন গাউসুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন এম ফজলে করিম, জোন চেয়ারপার্সন লায়ন বিজয় শেখর দাশ, ভাইস প্রেসিডেন্ট– ১ লায়ন নুরুল আজাদ, ভাইস প্রেসিডেন্ট–২ লায়ন আকলিমা আখতার, লায়ন বাপন দাশগুপ্ত, লায়ন আলমগীর হোসাইন, লায়ন শামীমা নার্গিস, লায়ন জুনটিংটান, লায়ন হি ইয়ংপি, লায়ন লি সিজি, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন খালেদ রিসাদ, প্রাক্তন লিও প্রেসিডেন্ট লিও আলভী ইসমাঈল, লিও প্রেসিডেন্ট লিও আনামুল হক নয়ন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।