চাইনিজ তাইপের কাছে অনূর্ধ্ব-১৭ মেয়েদের হার

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

এএফসি অনূর্ধ্ব১৭ নারী এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছানো হলো না বাংলাদেশের কিশোরীদের। চাইনিজ তাইপের ড্র করলেই মূলপর্ব নিশ্চিত হতো, আর বাংলাদেশের সামনে ছিল জয় ছাড়া বিকল্প কিছু নয়। সেই কঠিন সমীকরণে শেষ পর্যন্ত পেরে উঠেনি অর্পিতা বিশ্বাসরা। জর্ডানের আকাবায় অনুষ্ঠিত বাছাইপর্বের শেষ ম্যাচে ৫০ গোলে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশকে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। খেলার মাত্র ষষ্ঠ মিনিটেই পেনাল্টি থেকে এগিয়ে যায় তারা। বাংলাদেশের ডিফেন্ডার সুরভী রানীর ফাউলে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও চাই জুয়াক্স নির্ভুল শটে গোল করেন ()। গোলরক্ষক মেঘলা রানী ঝাঁপিয়ে পড়লেও গোল ঠেকাতে পারেননি। ৩৪ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে নেওয়া ফ্রিকিকে বক্সের ভেতর চুঙ উন চেইনের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ হয় ()। এর কিছুক্ষণ পরই বাংলাদেশের একমাত্র গোল পাওয়ার সুযোগ আসে। মামনি চাকমার ক্রসে প্রীতি বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। প্রথমার্ধ শেষ হয় ২০ ব্যবধানে পিছিয়ে থেকেই। দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালীভাবে মাঠে নামে চাইনিজ তাইপে। ৬৬ মিনিটে ওয়াং ইআইয়ের নিখুঁত শটে ব্যবধান বাড়ে ৩০ তে। এরপর যোগ করা সময়ে গোলরক্ষক মেঘলার ভুলে চতুর্থ গোলটি হজম করে বাংলাদেশ। শেষ মিনিটে আরেকটি গোল করে ৫০ ব্যবধান নিশ্চিত করে প্রতিপক্ষ। পুরো ম্যাচেই তাইপের মেয়েদের গতি, পাসিং আর ফিনিশিংয়ের সামনে সংগ্রামী মনে হয়েছে কোচ টিটুর শিষ্যদের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি এইট বল পুল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিজেকেএস উন্মুক্ত হকি টুর্নামেন্ট ১৬ নভেম্বর শুরু