চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহতের খবর

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন; যাকে চোরাকারবারি বলছে বিজিবি। গতকাল শনিবার ভোরে আজমতপুর সীমান্তের মেইন পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান। আহত শহিদুল ইসলাম (২৫) ওই এলাকার চকপাড়া বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা। খবর বিডিনিউজের।

শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ভোরে সীমান্তের দিকে গুলির শব্দ শুনতে পান বলে জানান। স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারি ভারতে মাদক আনতে যান। তখন বিএসএফ তাদের দিকে গুলি ছুড়লে শহিদুল ইসলাম নামে ওই যুবক বিদ্ধ হন। পরে শহিদুলসহ অন্যরা পালিয়ে আসেন। এ সময় সীমান্তে তাদের ফেলে যাওয়া ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল, টর্চ লাইট এবং একটি হাসুয়া পাওয়া যায় বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধব্ল্যাক বক্সে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনার শেষ চার মিনিটের তথ্য নেই
পরবর্তী নিবন্ধকমরেড অমর সেন স্মরণে সিপিবির সভা